অনলাইনে বাংলাদেশের সৃজনশীল বইয়ের তথ্যভান্ডার গড়ার লক্ষ্যে ২৬ মার্চ ২০১১ থেকে আমরা আত্মপ্রকাশ করেছি। সর্বোচ্চ সংখ্যক লেখক এবং প্রকাশকের সমাগম করার চেষ্টা করেছি আমাদের সাইটে। বইপ্রেমী মানুষগুলোর সারা বছরের বইক্ষুধা মেটাতে হতে পারি বিশ্বস্ত সহযোগী। পর্যায়ক্রমে বই, লেখক এবং পাঠক বিষয়ক আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পৃক্ত করে www.saatdin.com হবে বাংলাদেশের সমৃদ্ধ তথ্যসম্পদ। পাশাপাশি যারা বই সংগ্রহ করতে ভালোবাসেন, ঘরে বসে বই পেতে আমাদের উপর নির্ভর করতে পারেন যথার্থ বিবেচনায়।
TRAD/DNCC/133902/2022
স্বত্বাধিকারী: আহমেদ হাসান