সায়েন্স ফিকশন থ্রিলার

মেইজ রানার: দ্য স্কর্চ ট্রায়ালস

পরিচালনা: ওয়েস বল
অভিনয়: ডিলান ও’ব্রায়ান, কায়া স্কডেল্যারিয়া, থমাস ব্রুডি-স্যাংস্টার

মেইজ রানার সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র ‘মেইজ রানার: দ্য স্কর্চ ট্রায়ালস’ যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে গত ১৮ সেপ্টেম্বর। জেমস ড্যাশনারের মেইজ রানার ত্রয়ীর দ্বিতীয় উপন্যাস ‘দ্য স্কর্চ ট্রায়ালস’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। চলচ্চিত্রের গল্পে দেখা যায় নায়ক থমাস এবং তার কিশোর বাহিনী নতুন এক সমস্যায় জড়িয়ে পড়ে। প্রথম সিনেমার বন্দি দশা থেকে বেরিয়ে তারা দেখতে পায় যে ডব্লিউসিকেডি নামে একটি ক্ষমতাবান এবং রহস্যময় সংস্থা এক গোপন পরিকল্পনা করেছে। এই পরিকল্পনা পৃথিবীর জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তাই থমাস ও তার দল শেষ চেষ্টা চালায়।


প্রদর্শনীর সূচি:

স্টার সিনেপ্লেক্স- দুপুর ১:১৫, বিকাল ৪:১০, সন্ধ্যা ৭:০০ (হল ১ থেকে ৪,) এবং সকাল ১১:১০ ও বিকাল ৪:৪০ ( হল ৬ স্টার প্রিমিয়াম)

যোগাযোগ:

স্টার সিনেপ্লেক্স

ফোন নাম্বার: ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com

সাতদিন/এমজেড

৪ অক্টোবর ২০১৫

মুভি

 >  Last ›