বঞ্চিত শিশুর গল্প

প্রার্থনা

চিত্রনাট্য ও পরিচালনা: শাহরিয়ার নাজিম জয়
অভিনয়: নওশিন নাহরিন, তৌকীর আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী নাগ


মা-বাবা থেকেও যেসব শিশু মা-বাবার স্নেহ-মমতা থেকে বঞ্চিত এমন র্শিশুদেরই একজন প্রার্থনা। যার দিন কাটে মা-বাবার ভালোবাসা ছাড়া। সঙ্গী তার সমবয়সী আরেকটি মেয়ে যার নাম সাধনা। মা-বাবার ব্যস্ততা, নগর জীবনের স্ট্যাটাস যুদ্ধে মা-বাবার সম্পর্কের টানাপোড়নের বলি হয় প্রার্থনা। কাজের মেয়ে সাধনা আর অসহায় বৃদ্ধা প্রার্থনার দাদি। গল্প আদায় নানান কারণে সাধনাকে টর্চারের মধ্য দিয়ে। যে টর্চার সাধনাকে একসময় মৃত্যুর দিকে ঠেলে নেয়। এই মৃত্যুর আঘাতে প্রার্থনার শিশু মন প্রতিবাদী হয়ে উঠে। ভাগ্যের নির্মম পরিহাস, প্রার্থনাকে পাঠিয়ে দেয়া হয় দার্জিলিং এর বডিং-এ। সেখানে থেকে বড় হয় প্রার্থনা। কিন্তু সে সুস্থ্য স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। কারণ একজন শিশুর বেড়ে উঠর জন্য তার মা-বাবা, দাদা-দাদি ও পারিপার্শ্বিক সুস্থ্যতার প্রয়োজন রয়েছে। প্রার্থনা বড় হয়ে তার জীবনের গল্প লেখে, যে গল্প সারা দুনিয়ার মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তার এই বই ম্যান বুকার পুরস্কার পায়। কিন্তু প্রার্থনা কারো মুখোমুখি হতে চায় না। এমনকি যে বই লিখে সে স্বীকৃতি পেয়েছে তাও না। আকুলতার পুরোটাই তার হারানো শৈশব আর শৈশবের সাথী সাধনাকে ঘিরে। এমন গল্প নিয়ে এগিয়ে যায় চলচ্চিত্র ‘প্রার্থনা’।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘প্রার্থনা’ চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে রয়েছেন যারা যাবির, প্রমিয়া রহমান, শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী নাগ, কল্যাণ কোরাইয়া, রাসেদা আক্তার, লিনা আহমেদ, ডা. এজাজ, নওশিন নাহরিন, তৌকীর আহমেদ প্রমুখ। চিত্রগ্রাহক হিসেবে আরমান হোসেইন, সম্পাদনায় এস এম মনিরুজ্জামান শাহিন এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন ইমন সাহা। সিনেমার কোরিওগ্রাফি করেছেন ইউসুফ খান। সিনেমায় ব্যবহৃত গানগুলোর গীতিকার শাহরিয়ার নাজিম জয়। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, কিশোর এবং ফেরদৌস আরা।


প্রদর্শনীর সূচি:

স্টার সিনেপ্লেক্স- দুপুর ১:৫০, বিকাল ৪:৩০ ((হল ১ থেকে ৪, ২৫ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর)

ব্লকবাস্টার: দুপুর ১২:৩০ ও বিকাল ৪:৩০ 


যোগাযোগ:

স্টার সিনেপ্লেক্স
ফোন নাম্বার: ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com

ব্লকবাস্টার

ফোন নাম্বার: ৮৪১৩৭৬৮, ৮৪১৩৭৬৬, ০১৯১৩৩৯৯০১৫, ০১৯১৩৩৯৮০৫১, ০১৯১৩৩৯৮৯০৫
ই-মেইল: customercare@blockbusterbd.com

সাতদিন/এমজেড

৪ অক্টোবর ২০১৫

মুভি

 >  Last ›