১৭ সেপ্টেম্বর বিকাল ৪টা, শিল্পকলা একাডেমি, ঢাকা

অভিনয়শিল্পী দিলীপ চক্রবর্তী প্রয়াণ দিবসে

চলচ্চিত্র প্রদর্শনী ও স্মরণানুষ্ঠান


আগামী ১৭ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার আমাদের প্রিয়জন গুণী অভিনয়শিল্পী দিলীপ চক্রবর্তী’র তৃতীয় প্রয়াণ দিবস। দিলীপ চক্রবর্তী স্মরণে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং দেশ নাটক যৌথভাবে স্মরণ আলোচনা এবং দিলীপ চক্রবর্তী অভিনীত চলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায় দিলীপ চক্রবর্তী অভিনীত ও প্রয়াত চলচ্চিত্র নির্মাতা বেলাল আহমেদ নির্মিত ‘অনিশ্চিত যাত্রা’র প্রদর্শনীর মধ্য দিয়ে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে দিলীপ চক্রবর্তী অভিনীত আরও একটি চলচ্চিত্র ‘কমন জেণ্ডার-দ্য ফিল্ম’। এটি পরিচালনা করেছেন নোমান রবিন।


এ ছাড়া সন্ধ্যা ৬টা ৩০টা মিনিটে ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (৬ষ্ঠ তলা) এই উপলক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে স্মরণ স্মৃতিতর্পন। স্মৃতিতর্পনে অংশগ্রহণ করবেন দিলীপ চক্রবর্তীর বন্ধু, সহকর্মী এবং স্বজনেরা। থাকছেন নাট্য নির্দেশক ইশরাত নিশাত, নাট্যকার মাসুম রেজা, অভিনয়শিল্পী রোজী সিদ্দীকি, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন এবং চলচ্চিত্র সংগঠক বেলায়াত হোসেন মামুন।


সাতদিন/এমজেড

১৭ সেপ্টেম্বর ২০১৫

মুভি

 >  Last ›