সকাল ১১টা ৩০ মি, ১৯ সেপ্টেম্বর, পাঠশালা সিনেক্লাব, ঢাকা
ব্রাজিলীয় চলচ্চিত্র প্রদর্শনী
‘সেন্ট্রাল স্টেশন’ ও ‘সিটি অফ গড’
ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত পাঠশালা’র ক্যাম্পাসে (বাড়ি ৫৮, সড়ক ১৫/এ নতুন) ব্রাজিলীয় নির্মাতা শিকো ফুরির সাথে আড্ডা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কোন ধরনের নিবন্ধন ফি ছাড়াই আয়োজনটি যে কেউ উপভোগ করতে পারেন। তবে অনলাইনে নাম নিবন্ধন করতে হবে। অনলাইনে নাম নিবন্ধন করতে http://goo.gl/forms/XrVZetTW7T এই ঠিকানায় ভিজিট করতে হবে।
১৯ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মিনিট হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ভেন্যুতে দর্শকদের নিবন্ধন চলবে। দুপুর ১টা ৩০ মিনিটে ওয়্যাল্টার সালে পরিচালিত চলচ্চিত্র ‘সেন্ট্রাল স্টেশন’ এবং বিকাল ৩টা ৪৫ মিনিটে এফ মেইরেলেস এবং কে লান্ড পরিচালিত চলচ্চিত্র ‘সিটি অফ গড’ প্রদর্শিত হবে। অনুষ্ঠানের ২য় সেশন শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সেশনে ব্রাজিলীয় নির্মাতা শিকো ফুরির সাথে আড্ডা অনুষ্ঠিত হবে।
‘সেন্ট্রাল স্টেশন’ চলচ্চিত্রটিতে উঠে এসেছে একজন অবসর প্রাপ্ত স্কুল শিক্ষিকার গল্প যে এখন অশিক্ষিত মানুষের ব্যক্তিগত পত্র লিখে জীবিকা নির্বাহ করে। একদিন তার এক ক্লায়েন্ট সড়ক দুর্ঘটনায় মারা গেলে সেই ক্লয়েন্টের ৯ বছর বয়সী ছেলের সাথে জড়িয়ে যায় এই সাবেক স্কুল-শিক্ষিকা ও পেশাদার পত্রলেখক। সেই ছেলেকে নিয়ে ছেলের বাবার খোঁজে বের হয় সে। এতে অভিনয় করেছেন ফেমান্দা মন্টেনেগ্রো, ভিনিসিয়াস দে অলিভিয়েরা, ম্যারিলিয়া পেরা’সহ আরও অনেকে।
অপর চলচ্চিত্র ‘দ্য সিটি অফ গড’-এ চিত্রায়িত হয়েছে দারিদ্র্যের আঘাতে জর্জরিত ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও’র নৈরাজ্যকর পরিস্থিতি। এতে উঠে এসেছে মাদক ব্যবসা, সন্ত্রাস’সহ নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়া ব্রাজিলের যুব সমাজ। রিও ডি জেনেরিও’র দরিদ্রতম বস্তি এলাকায় চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়। এতে অভিনয় করেছেন লিয়ান্দ্রো ফিমিনো, আক্সান্দ্রে রদ্রিগেজ, অ্যালিস ব্রাগা ও অন্যান্য।
সাতদিন/এমজেড