সন্ধ্যা ৭টা, ১৫ সেপ্টেম্বর, বিস্তার, চট্টগ্রাম

জাপানী চলচ্চিত্রের প্রদর্শনী

গ্রেইভ অব দ্য ফায়ারফ্লাইস


চট্টগ্রামের বিস্তার সিনে ক্লাবের (৬৮৮/সি, মেহেদিবাগ রোড) উদ্যোগে বিখ্যাত জাপানী নির্মাতা ইসাও তাকাহাতা’র এনিমেটেড চলচ্চিত্র ‘গ্রেইভ অব দ্য ফায়ারফ্লাইস’-এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সাহিত্যিক আকিয়ুকি নসাকা’র ছোট গল্প অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয় ১৯৮৮ সালে। চলচ্চিত্রটির প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এটি একটি যুদ্ধবিরোধী চলচ্চিত্র। প্রদর্শনীটি উপভোগের জন্য সাধারণ দর্শকদের ২০ টাকার বিনিময়ে নিবন্ধিত হতে হবে। তবে বিস্তার-এর সদস্যরা ১৫ টাকায় নাম নিবন্ধন করতে পারবেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন সেনাদের প্রচণ্ড বোমা বর্ষণের ফলে দুই শিশু সেইটা ও তার ছোট বোন সেতসুকো তাদের পরিবার ও বাবা-ম’র কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধের ডামাডোলে কঠিন সংগ্রামে লিপ্ত হতে হয় দুই শিশুকে। চলচ্চিত্রে মূলত এই ভাই-বোনের টিকে থাকার সংগ্রাম চিত্রায়িত হয়েছে। যুদ্ধবিরোধী চলচ্চিত্র হিসেবে চলচ্চিত্রটি সারা বিশ্বে সমাদ্রিত হয়েছে।

সাতদিন/এমজেড

১৫ সেপ্টেম্বর ২০১৫

মুভি

 >  Last ›