বিকাল ৩টা ৫ মি, ৮ সেপ্টেম্বর, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
স্ক্যান্ডিনেভিয়ান চলচ্চিত্র প্রদর্শনী
চলচ্চিত্র ‘দ্য শুটার’
স্ক্যান্ডিন্যাভিয়ান স্টাডি সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এটি স্ক্যান্ডিন্যাভিয়ান ফিল্ম শো সিরিজের ৪র্থ পর্ব। এই আয়োজনের অংশ হিসেবে প্রদর্শিত হবে ডেনমার্কের চলচ্চিত্র ‘স্কাইটেন’ বা ‘দ্য শুটার’। আনাত্তে কে ওলেসেন পরিচালিত ৯০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি নির্মিত হয় ২০১৩ সালে। থ্রিলার ধর্মী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ট্রাইন ডিরহম, কিম বডনিয়া, নিকোলাজ লাই কাস’সহ আরও অনেকে।
চলচ্চিত্রে দেখা যায়ে ডেনমার্কের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশবাদীদের প্রতিবাদে। কারণ সরকার উত্তর মেরুতে একটি তেলের কূপ খনন করার উদ্যোগ নিয়েছে। কোন কিছুতেই যখন সরকারকে এই কূপ খননের সীদ্ধান্ত থেকে সরানো যাচ্ছে না তখন এক ক্ষেপাটে বিজ্ঞানী চরম পন্থা অবলম্বন করে। সে অস্ত্র হাতে তুলে নিয়ে ঘোষণা দেয়, সরকার সীদ্ধান্ত না পাল্টালে সে একের পর এক মানুষ হত্যা করবে স্নাইপার রাইফেল দিয়ে। এমন এক উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে যায় চলচ্চিত্র ‘দ্য শুটার’।
সাতদিন/এমজেড