সন্ধ্যা ৭টা, ৬ সেপ্টেম্বর, ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কট, ঢাকা
প্রদর্শিত হবে ইতালীয় চলচ্চিত্র ‘দ্য ফ্লাওয়ার্স অব সেইন্ট ফ্রান্সিস’
বেঙ্গল সিনেমাথেক-এর উদ্যোগে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রসিঙ্কটে (৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভিন্যু) প্রদর্শিত হবে ইতালীয় নির্মাতা রবার্তো রসেলিনি পরিচালিত চলচ্চিত্র ‘দ্য ফ্লাওয়ার্স অব সেইন্ট ফ্রান্সিস’। সেইন্ট ফ্রান্সিস এবং তাঁর অনুসারীদেরকে ঘিরেই আর্তিত হয় চলচ্চিত্রের গল্প। ১ ঘন্টা ২৯ মিনিট দৈর্ঘ্যের সাদা-কালো এই চলচ্চিত্রটি নির্মিত হয় ১৯৫০ সালে। এতে অভিনয় করেছেন আলদো ফাব্রিজি, জিয়ানফ্রাংকো বেলিনি, সেভেরিনো পিসাকানে, পেপারুওলো’সহ আরও অনেকে।
গল্পের মূল চরিত্র সেইন্ট ফ্রান্সিস অফ আসিস ধনী পরিবারে জন্ম গ্রহণ করেন। কিন্তু ধনীদের বিলাশ বহুল জীবনের পথ তিনি বেছে নেন নি। প্রচণ্ড ধর্মীয় অনুরাগ এবং যিশু খ্রিস্টের প্রতি আনুগত্য তাঁকে দরিদ্র লোকের মতো জীবন যাপনে উদ্বুদ্ধ করে। তিনি ও তাঁর অনুসারীরা দেশ হতে দেশান্তরে ঈশ্বরে বাণী প্রচার করেন। তাঁর এবং তাঁর সঙ্গীদের জীবন ও সংগ্রামই চলচ্চিত্র ‘দ্য ফ্লাওয়ার্স অব সেইন্ট ফ্রান্সিস’র মূল প্রতিপাদ্য বিষয়।
সাতদিন/এমজেড