সন্ধ্যা ৭টা, ৫ সেপ্টেম্বর, বিস্তার, চট্টগ্রাম

ঋতুপর্ণঘোষের প্রথম চলচ্চিত্র

‘হীরের আংটি’র প্রদর্শনী


চট্টগ্রামের মেহেদিবাগে অবস্থিত বিস্তার-এ (৬৮৮/সি, মেহেদিবাগ, চট্টগ্রাম-৪০০০) এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই আয়োজনে প্রদর্শিত হবে প্রয়াত ভারতীয়-বাঙালী পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রথম চলচ্চিত্র ‘হীরের আংটি’। ১৯৯২ সালে নির্মিত এই চলচ্চিত্রটি শিশুতোষ চলচ্চিত্র হিসেবে বিশেষ প্রশংসা অর্জন করে। কিছুটা রহস্য-থ্রিলার ধাঁচের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মুনমুন সেন, বসন্ত চৌধুরী, অয়ন বন্দ্যোপাধ্যায়, বরুন চন্দ্র, সুমন্ত, দুলাল লাহিড়ী’সহ আরও অনেকে।

দুর্গাপুজা উপলক্ষ্যে রতন লাল বাবুর বাড়িতে এসে জমায়েত হয়েছে তাঁর ছেলে-মেয়েরা। তাদের মধ্যে অনেকে শহরে এবং অনেকে দেশের বাইরে অবস্থান করছিল। এই আনন্দঘন পরিবেশে হঠাৎ এসে হাজির হয় গন্ধর্ভ কুমার নামের এক আগন্তুক। রতন লালও অজ্ঞাত কারণে তাকে বাড়িতে থাকতে দেয়। কে এই আগন্তুক? তার উদ্দেশ্যই বা কি? এই রহস্যের সমাপ্তি ঘটে চলচ্চিত্রের একেবারে শেষ। জানা যায় এক গভীর ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গিয়েছিল পুরো পরিবার। এমন গল্প নিয়েই চলচ্চিত্র ‘হীরের আংটি’।

সাতদিন/এমজেড

৫ সেপ্টেম্বর ২০১৫

মুভি

 >  Last ›