সন্ধ্যা ৭টা, ৫ সেপ্টেম্বর, ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কট, ঢাকা

কান পুরস্কারজয়ী থাই চলচ্চিত্র ‘ট্রপিক্যাল ম্যালাডি’র প্রদর্শনী


বেঙ্গল সিনেমাথেক-এর উদ্যোগে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রসিঙ্কটে (৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম এভিন্যু) প্রদর্শিত হবে থাই নির্মাতা এপিচাটপং উইরাসেথাকুল পরিচালিত চলচ্চিত্র ‘ট্রপিক্যাল ম্যালাডি’। চলচ্চিত্রটি ২০০৪ সালে কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার জিতে নেয়। চলচ্চিত্রটির প্রথম ভাগে দুজন পুরুষের মধ্যকার রোমান্টিক সম্পর্ককে তুলে ধরা হয়। দ্বিতীয় ভাগে একজন হারিয়ে যাওয়া সৈনিক ও রহস্যময় আত্মা টাইগার শামান-এর গল্প দেখা যায়। ১২৫ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটিতে সাকদা কাইবুয়াদি, বানলোপ লোমনয়, সিরিভেক জারেওনচন, উদম প্রমা’সহ আরও অনেকে।

কেং নামের এক সৈনিক এক প্রত্যন্ত গ্রামে একটি ট্রুপের সাথে কর্তব্যে নিযুক্ত ছিল। সেখানেই তার সাথে পরিচয় ঘটে টং নামের এক ছেলের সাথে। পরবর্তীতে টং-কে সে দেখতে পায় শহরে একটি ট্রাকে। এই দুই পুরুষের মধ্যে গড়ে উঠে এক আবেগী সম্পর্ক।

চলচ্চিত্রের দ্বিতীয় ভাগে সম্পূর্ণ ভিন্ন এক গল্প উপস্থাপিত হয়। এতে দেখা যায়, এক হারিয়ে যাওয়া সৈনিক ‘টাইগার শামান’ নামের এক আত্মার মুখোমুখি হয়। এই আত্মাই তাকে জঙ্গলের ভিতরে তাড়িয়ে নিয়ে বেড়ায়।

সাতদিন/এমজেড

৫ সেপ্টেম্বর ২০১৫

মুভি

 >  Last ›