আন্তর্জাতিক পুরস্কার পাওয়া চলচ্চিত্র
জালালের গল্প
পরিচালনা: আবু শাহেদ ইমন
অভিনয়: মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ
দক্ষিণ কোরিয়া এবং পর্তুগালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃতি হয়ে ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করা চলচ্চিত্র ‘জালালের গল্প’ এবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে অভিনয়ের জন্য মোশাররফ করিম পর্তুগালের চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। এটি তরুণ পরিচালক আবু শাহেদ ইমন পরিচালিত প্রথম চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালী দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াসসহ আরও অনেকে। আর নাম ভূমিকায় অভিনয় করেছে মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান।
চলচ্চিত্রে মূল চরিত্র জালালের তিন বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জালালের গল্প’। মূলত এই তিন বয়সে বাংলাদেশের তিন ধরনের সামাজিক পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার গল্প চলচ্চিত্রটিতে উঠে এসেছে। প্রকৃতপক্ষে আমাদের সমাজে জালালরা বরাবরই পার্শ্ব-চরিত্র। আর এই পার্শ্ব-চরিত্রকে সমাজ কিভাবে নিয়ন্ত্রণ করে সেটাই গল্পের মূল বিষয়বস্তু।
প্রদর্শনীর সূচি:
ব্লকবাস্টার- দুপুর ১২:৩০, বিকাল ৩:০০, বিকাল ৫:৩০ ও রাত ৮:০০
যোগাযোগ:
ব্লকবাস্টার
ফোন নাম্বার: ৮৪১৩৭৬৮, ৮৪১৩৭৬৬, ০১৯১৩৩৯৯০১৫, ০১৯১৩৩৯৮০৫১, ০১৯১৩৩৯৮৯০৫
ই-মেইল: customercare@blockbusterbd.com
সাতদিন/এমজেড