৪ ও ৫ সেপ্টেম্বর, জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা

আবু সাইয়ীদ নির্মিত চলচ্চিত্রের উৎসব


৪ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে শুরু হচ্ছে বিখ্যাত চলচ্চিত্রনির্মাতা আবু সাইয়ীদ নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী। ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে দুই দিনের এই প্রদর্শনী চলবে। উৎসবের প্রতিদিন ৩টি করে দুই দিনে মোট ৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন ৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় ‘কিত্তনখোলা’, ৫টায় ‘শঙ্খনাদ’ ও সন্ধ্যা ৭টায় ‘নিরন্তর’ ছবি প্রদর্শিত হবে। শেষদিন ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় ‘বাঁশি’, ৫টায় ‘রূপান্তর’ ও সন্ধ্যা ৭টায় ‘অপেক্ষা’ প্রদর্শিত হবে।

এদিকে আবু সাইয়ীদের ছয় চলচ্চিত্র নিয়ে ডিভিডি প্রকাশ করছে জি সিরিজ। ডিভিডিটির মোড়ক উন্মোচন করা হবে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শওকত ওসমান মিলনায়তনে। বিশিষ্ট বু্দ্ধিজীবী ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ডিভিডির মোড়ক উন্মচন করবেন।

১৯৮৮ সালে ‘আবর্তন’ নামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র মাধ্যমে আবু সাইয়ীদ নির্মাতা হিসবে আত্মপ্রকাশ করেন। ২০০০সালে প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের নাটক অবলম্বনে ‘কীর্তনখোলা’ ছিল তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অনেকগুলো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার নির্মিত ছবি প্রদর্শিত হয়েছে। চারটি উৎসবে পুরস্কার পেয়েছে তার ছবি। মোট ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ নির্মাতা।

সাতদিন/এমজেড

৫ সেপ্টেম্বর ২০১৫

মুভি

 >  Last ›