সন্ধ্যা ৬টা, ১ সেপ্টেম্বর, ইএমকে সেন্টার, ঢাকা
চলচ্চিত্র প্রদর্শনী
দ্য লং ওয়াক হোম
ঢাকার ইএমকে সেন্টারে (বাড়ি-৫, রোড-২৭ পুরোনো, মেইডাস সেন্টার) প্রদর্শিত হবে রিচার্ড পিয়ার্স পরিচালিত চলচ্চিত্র ‘দ্য লং ওয়াক হোম’। ১৯৫৫ সালের প্রেক্ষাপটে দুই মার্কিন নারীর জীবন সংগ্রামকে প্রতিপাদ্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। তাঁদের মধ্যে একজন শ্বেতাঙ্গিনী ও একজন কৃষ্ণাঙ্গী, একজন দরিদ্র ও অপরজন ধনী পরিবারের বউ। তারা দুজনই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে জীবন সংগ্রামে লিপ্ত। এতে অভিনয় করেছেন সিসি স্পাকেক, হুপি গোল্ডবার্গ, ডোয়াইট শুলজ’সহ আরও অনেকে।
৯৭ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি নির্মিত হয় ১৯৯০ সালে। ১৯৫৫ সালের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের মন্টেগমারিতে অবস্থানরত দুই নারীর জীবনই চলচ্চিত্রের মূল বিষয়। কৃষ্ণাঙ্গ নারী ওডেসা কটার অন্যের বাড়িতে সারাদিন কঠোর পরিশ্রম করে নিজ পরিবারকে টিকিয়ে রেখেছে। অপরদিকে সে যে বাড়িতে কাজ করে সে বাড়ির গৃহকর্তৃ একজন সফল ব্যবসায়ীর স্ত্রী। তাকেও সারাদিন পরিশ্রম করতে হয় পরিবার এবং স্বামীকে সন্তুষ্ট রাখতে। তার পরিশ্রমের কোন আর্থিক মূল্য নেই এবং এর কোন শুরু বা শেষও নেই। এমনই নির্মম বাস্তবতা উঠে আসে এ চলচ্চিত্রে।
সাতদিন/এমজেড