বৈজ্ঞানিক কল্পকাহিনী
ফ্যান্টাস্টিক ফোর
পরিচালনা: জশ ট্রাঙ্ক
অভিনয়: মাইলন টেলার, মাইকেল জর্ডান, কেট মারা, জেমি বেল
মূলত চারজনের একটি দলকে কেন্দ্র করে চলচ্চিত্র ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর গল্প আবর্তিত হয়। এরা চারজনই মহাকাশচারী। হঠাৎ পারমাণবিক রশ্মির বিকিরণের ফলে বিশেষ ক্ষমতা অর্জন করে তারা। এটা কোন দুর্ঘটনা নয়, মানুষের জন্য হুমকী হিসেবে আবির্ভূত হওয়া অশুভ শক্তিকে মোকাবেলা করতেই তাদেরকে দেয়া হয়েছে বিশেষ ক্ষমতা। তাদের দলনেতা রিড রিচার্ড রাবারের মতো শরীরের আকৃতি বদলে ফেলতে পারে, আরেক সদস্য সুস্টর্মের রয়েছে অদৃশ্য হয়ে যাওয়ার বিশেষ ক্ষমতা, জনি স্টর্মের ক্ষমতা দপ করে সারা শরীরে আগুন জ্বালিয়ে ফেলা আর বেন গ্রিম দৈহিক আকৃতি বদলে যে কোনো সময় পাথুরে মানব হয়ে উঠতে পারে।
জশ ট্রাঙ্কের পরিচালনায় চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাইলন টেলার, মাইকেল জর্ডান, কেট মারা, জেমি বেল, টবি কেবল, ক্যাথি প্রমুখ।
প্রদর্শনীর সূচি:
স্টার সিনেপ্লেক্স- ( হল ৫ স্টার ভিআইপি) সকাল ১০:৫০ ও বিকাল ৪:১৫
যোগাযোগ:
ফোন ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com
সাতদিন/এমজেড