বিকাল ৫টা ৩০ মি, ২৯ আগস্ট, আজিজ সুপার মার্কেট, ঢাকা
পরিচালক সুপ্রিয় সেন-এর সাথে আড্ডা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী
প্রখ্যাত ভারতীয়-বাঙালী পরিচালক সুপ্রিয় সেন-এর সাথে আড্ডা ও তাঁর প্রামাণ্যচিত্র ‘হোপ ডাইস লাস্ট ইন ওয়ার’-এর প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিল। ঢাকার শাহবাগে অবস্থিত আজিজ সুপার মার্কেটের ৩য় তলায় বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের অডিটরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ আগস্ট বিকাল ৫টা ৩০ মিনিটে।
প্রামাণ্যচিত্র ‘হোপ ডাইস লাস্ট ইন ওয়ার’-এর প্রেক্ষাপট ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ সময় ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেয় বহু ভারতীয় সেন। এই যুদ্ধ চলাকালীন ৫৪ জন ভারতীয় সেনা পাকিস্তানীদের হাতে বন্দী হয়েছিল। সেই ৫৪ জনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ছিল দীর্ঘ এবং জটিল। এরই মধ্যে তাদের অনেকের পিতা-মাতার মৃত্যু হয়, পুনরায় বিয়ে করে তাদের অনেকের স্ত্রী, অনেকের সন্তান আশা হারিয়ে আত্মহত্যা পর্যন্ত করে। এই প্রামাণ্যচিত্রে উঠে তুলে ধরা হয়েছে সেই ৫৪ জন সেনার পরিবারের গল্প।
সাতদিন/এমজেড