সন্ধ্যা ৬টা, ২৩ আগস্ট, গ্যাটে ইনস্টিটিউট, ঢাকা
প্রামাণ্য-চলচ্চিত্র প্রদর্শনী
ওয়াগাহ ও হোপ ডাইস লাস্ট ইন ওয়ার
রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত গ্যাটে ইনস্টিটিউটে (বাড়ি-১০, রোড-৯ নতুন, ধানমণ্ডি আ/এ) প্রদর্শিত হবে প্রামাণ্যচলচ্চিত্র ‘ওয়াগাহ’ ও ‘হোপ ডাইস লাস্ট ইন ওয়ার’। “আওয়ার প্যারেন্টস’ ওয়ার্ল্ড—ইনহেরিটেড মেমরিস” শিরোনামের প্রকল্পের অংশ হিসেবে এই চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে। ১৪ মিনিট দৈর্ঘ্যের ‘ওগাহ’ চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন সুপ্রিয় সেন ও নাজাফ বিলগ্রামি। অপর চলচ্চিত্র ‘হোপ ডাইস লাস্ট ইন ওয়ার’ পরিচালনা করেছেন সুপ্রিয় সেন। এটির দৈর্ঘ্য ১ ঘন্টা ২০ মিনিট। এই দুটি প্রামাণ্যচ্চিত্রে উঠে এসেছে দেশ বিভাগ, তার পরবর্তী প্রেক্ষাপট, যুদ্ধ ইত্যাদি বিষয়।
প্রামাণ্যচিত্র ‘ওয়াগাহ’ নির্মিত হয়েছে ভারত-পাকিস্তান সীমান্তের এক ঐতিহাসিক কুচকাওয়াজকে নিয়ে। এতে সীমান্তের দুই প্রান্তের জনগণ জড়ো হয়েছিল খুব কাছাকাছি। তারা তাদের পুরোনো প্রতিবেশিদের অভিবাদন জানিয়েছিল। সীমান্ত অতিক্রম করার এক অদম্য বাসনা যেন তাদের মধ্যে খেল করছিল।
অপর প্রামাণ্যচিত্র ‘হোপ ডাইস লাস্ট ইন ওয়ার’-এর প্রেক্ষাপট ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ সময় ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেয় বহু ভারতীয় সেন। এই যুদ্ধ চলাকালীন ৫৪ জন ভারতীয় সেনা পাকিস্তানীদের হাতে বন্দী হয়েছিল। সেই ৫৪ জনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ছিল দীর্ঘ এবং জটিল। এরই মধ্যে তাদের অনেকের পিতা-মাতার মৃত্যু হয়, পুনরায় বিয়ে করে তাদের অনেকের স্ত্রী, অনেকের সন্তান আশা হারিয়ে আত্মহত্যা পর্যন্ত করে। এই প্রামাণ্যচিত্রে উঠে তুলে ধরা হয়েছে সেই ৫৪ জন সেনার পরিবারের গল্প।
সাতদিন/এমজেড