ত্রিভুজ প্রেমের চলচ্চিত্র
লাভার নাম্বার ওয়ান
পরিচালনা: ফারুক ওমর
অভিনয়: বাপ্পি চৌধুরী, পরীমনি, তানিয়া বৃষ্টি
২১ আগস্ট সারা দেশে ৮৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘লাভার নাম্বার ওয়ান’। নবাগত পরিচালক ফারুক ওমর পরিচালিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, পরীমনি, তানিয়া বৃষ্টি, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, আফজাল শরীফ রেহানা জলি’ শানু শিবা’সহ আরও অনেকে। একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
প্রদর্শনীর সূচি:
শ্যামলী সিনেমা- দুপুর ১২:০০, ২:৪০, বিকাল ৫:৩০ ও রাত ৮:০০
যোগাযোগ
ফোন নাম্বার: (02) 911-77-44
ই-মেইল- shyamolicinema@gmail.com
সাতদিন/এমজেড