১৫ থেকে ১৭ অক্টোবর, জেনেটিক পয়েন্ট, ঢাকা
অমিত আশরাফের চলচ্চিত্র নিয়ে তিন দিনের আয়োজন
‘উধাও’ ও ‘অ্যাপার্টমেন্ট ৫ডি’-এর প্রদর্শনী
ঢাকার বনানীতে অবস্থিত জেনেটিক পয়েন্টে (বাড়ি-২৫, রোড-১১) ১৫, ১৬ ও ১৭ অক্টোবর অমিত আশরাফ পরিচালিত দুটি চলচ্চিত্র ‘উধাও’ এবং ‘এপার্টমেন্ট ৫ডি’-এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই দুটি চলচ্চিত্রের পাশাপাশি একটি ১৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য এনিমেশন চলচ্চিত্র প্রদর্শিত হবে। ‘মাস্টার অফ দ্য ব্রোকেন হাউজ’ শীর্ষক এই চলচ্চিত্রটি প্রতিবার অমিত আশরাফের চলচ্চিত্রের প্রদর্শনীর শেষে পরবর্তী প্রদর্শনীর আগে দেখানো হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে ‘এপার্টমেন্ট ৫ডি’ এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘উধাও’ প্রদর্শিত হবে।
অমিত আশরাফ পরিচালিত ৭টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া থ্রিলার চলচ্চিত্র ‘উধাও’। একটি অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়। এতে অভিনয় করেছেন মনির আহমেদ, শাহেদ আলী, নওশাবা আহমেদ, অনিমেষ আইচ, শাহিন আক্তার, ঋতু সাত্তার’সহ আরও অনেকে।
অপরদিকে ‘এপার্টমেন্ট ৫ডি’ বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন মনোজ কুমার, পিয়া বিপাশা, প্রসূন আজাদ, শামিম মাহমুদ ও অন্যান্য।
সাতদিন/এমজেড