৩ থেকে ৬ অক্টোবর, জাতীয় জাদুঘর, ঢাকা
ভুটান চলচ্চিত্র উৎসব
২ অক্টোবর থেকে ঢাকাস্থ ভুটান দূতাবাসের উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনের ভুটান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৭টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই উৎসব চলবে ৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা, দুপুর ১টা, বিকাল ৩টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে ছবি। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
এই উত্সবটি ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী উত্সব আয়োজনের একটি অংশ। ২ অক্টোবর এই চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেন সংস্কতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সাতদিন/এমজেড