৭ অক্টোবর সন্ধ্যা ৬টা, ইএমকে সেন্টার, ঢাকা
ব্যাটম্যান সিরিজের সাড়া জাগানো চলচ্চিত্র
‘দ্য ডার্ক নাইট’-এর প্রদর্শনী
ক্রিস্টোফার নোলান পরিচালিত ব্যাটম্যান সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র ‘দ্য ডার্ক নাইট’। জনপ্রিয় সুপারহিরো ব্যাটম্যানকে নিয়ে ‘ব্যাটম্যান বিগিনস’, ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ শিরোনামের তিনটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। প্রতিটি চলচ্চিত্রই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। তবে দ্বিতীয় চলচ্চিত্র ‘দ্য ডার্ক নাইট’ অস্কার চলচ্চিত্র উৎসবে দুটি বিভাগে পুরস্কার জিতে নেয়। এতে খলনায়ক জোকারের চরিত্রে অভিনয়ের জন্য হিথ লেজার’কে অস্কারে মরণোত্তর সেরা পার্শচরিত্রের অভিনেতা হিসেবে পুরস্কৃত করা হয়। সিনেমায় অন্যান্য ভূমিকায় দেখা গেছে মাইক্যাল কেইন, আরন একার্ট, মর্গান ফ্রিম্যান’সহ আরও অনেককে। ইএমকে সেন্টার আয়োজিত চলচ্চিত্রটির প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। তবে goo.gl/Weyzg0 এই ঠিকানায় গিয়ে অনলাইনে নাম নিবন্ধন করতে হবে।
চলচ্চিত্রের শুরুতে দেখা যায় ব্যাটম্যানের সহায়তায় গোথাম শহরের প্রশাসন ভালোই চলছে। অপরাধীদের নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছে পুলিশ-প্রশাসন। শহরে যখন শান্তি বিরাজ করছিল তখনই এক দুর্ধর্ষ অপরাধী শহরে আত্মপ্রকাশ করে। সে নিজেকে জোকার নামে পরিচয় দেয়। ব্যাটম্যানের মতো দক্ষ লোককেও সে নাজেহাল করে ছাড়ে। কিন্তু ব্যাটম্যান হাল ছাড়ার পাত্র নয়। এভাবেই অন্তিম লড়াইয়ের দিকে এগিয়ে যায় ব্যাটম্যান এবং জোকার।
সাতদিন/এমজেড