১ ও ২ অক্টোবর, শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম
চট্টগ্রামে ‘ছুঁয়ে দিলে মন’-এর বিশেষ প্রদর্শনী
চট্টগ্রামের দামপাড়ায় অবস্থিত জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রদর্শিত হবে বহুল আলোচিত চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। ১ ও ২ অক্টোবর চলচ্চিত্রটির তিনটি করে মোট ছয়টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১২টা, বিকাল ৩টা এবং সন্ধ্যা ৬টায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। প্রদর্শনীর আগে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে। এ ছাড়া বাতিঘর, কারেন্ট বুক সেন্টার এবং শিল্পকলা একাডেমির শফির দোকানে টিকেট পাওয়া যাবে।
এশিয়াটিক ধ্বনিচিত্র ও মনফড়িংয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে রোমান্টিক ঘরানার চলচ্চনিত্র ‘ছুঁয়ে দিলে মন’। চলচ্চিত্রে দেখা যায় এক জোড়া কিশোর-কিশোরীর মধ্যে গড়ে উঠে নিবিড় বন্ধুত্ব। কিন্তু একটি দুর্ঘটনার কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। অনেক দিন পর ছেলেটি ফিরে এসে মেয়েটিকে খুঁজে বের করে। তাদের সম্পর্কে যোগ হয় অন্য এক আবেগ।
শিহাব শাহিনের পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ, জাকিয়া বারী মম, মিশা সওদাগর, ইরেশ যাকের’সহ আরও অনেকে।
সাতদিন/এমজেড