২ অক্টোবর বিকাল ৩টা ৩০ মি, শিল্পকলা একাডেমি, ঢাকা

‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবের

সেপ্টেম্বর মাসের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। ধারাবাহিক এই আয়োজনের অংশ হিসেবে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সেপ্টেম্বর মাসের নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শিত হবে। ২ অক্টোবর বিকাল ৩টা ৩০ মিনিট থেকে এই প্রদর্শনী শুরু হবে ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে। এরপর বিকাল ৫টায় থাকছে ৪টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী, ১টি প্রামাণ্য ও ১টি স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড কাহিনীচিত্রের প্রদর্শনী। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে আরেকটি প্রামাণ্য চলচ্চিত্র


বিকাল ৩টা ৩০ মিনিটে প্রদর্শিতব্য ৬টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রের মধ্যে রয়েছে সাইফ রাসেল নির্মিত ‘অনিরুদ্ধ আলো’, আবু নাসের নির্মিত ‘ক্রাইসিস’, ফরহাদ উদ্দিন মাসুম নির্মিত ‘মেমোরিস’, শৈল্পিক হুমায়ুন নির্মিত ‘ইচ্ছের নৌকা’, মাহামুদ হায়াৎ অর্পন নির্মিত ‘বিওয়ার’ এবং নোমান রবিন নির্মিত ‘সি ইউর ফেস ইন দ্য মিরর’।


বিকাল ৫টায় প্রচারিত হবে জামসেদুর রহমান সজীব নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ভূতের রহস্য’, রেহমান রাহাত নির্মিত ‘মিস্টরি কিউব’ (উদ্বোধনী প্রদর্শনী), ফরিদুল আহসান সৌরভ নির্মিত ‘চেজ’, শফিউল আজম নির্মিত ‘দ্য রাইটার’, মোহাম্মদ নাজমুল হাসান নির্মিত এনিমেটেড কাহিনীচিত্র ‘এ সিনার’স ডেথ’ (উদ্বোধনী প্রদর্শনী) এবং বিদ্রোহী দিপন নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘নিয়ার টু সোল’।

সন্ধ্যা ৭টায় নির্মাতা রাজীবুল হোসেন এবং শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘মৃত্যু পাড়ে বাড়ি’ প্রদর্শিত হবে।

সাতদিন/এমজেড

২ অক্টোবর ২০১৫

মুভি

 >  Last ›